ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রাজশাহীতে ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার গেফতার জহির উদ্দিন

রাজশাহীতে ১৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেফতার জহির উদ্দিন (৫০) রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার মৃত রমজান আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শিরোইল থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, জহির উদ্দিন চিহ্নিত প্রতারক।

বিভিন্ন মানুষের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে থানায় মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আর ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অন্যটি বিচারাধীন।

ওসি আরো জানান, কারাভোগ এড়াতে দীর্ঘদিন ধরেই এই প্রতারক পলাতক ছিলেন। বৃহস্পতিবার এলাকায় ফিরলে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

পরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান বোয়ালিয়া থানা পুলিশের ওসি আমান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।