ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আদালত পাড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সিলেটে আদালত পাড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা মামুন হাসান ও নিরানন্দ পাল

সিলেট: সিলেটে আদালত পাড়ায় মামুন হাসান ও নিরানন্দ পাল নামে দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের ভবনের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হলেন- দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো’র ফটো সাংবাদিক মামুন হাসান ও যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন নিরানন্দ পাল।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে আসেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এজলাস থেকে তাকে কাস্টোডিতে নিয়ে যাওয়ার পথে তার ছবি ও ভিডিওচিত্র ধারণ করতে গেলে লিয়াকত আলীর ২০ থেকে ২৫ জন অনুসারী তাদের মারধর করে।

তাৎক্ষণিক আইনজীবীদের হস্তক্ষেপ দুই সাংবাদিককে আহতাবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ঘটনার পর সাংবাদিকরা ছুটে যান আদালত পাড়ায়। তারা হামলাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনার সময় মহানগর দায়রা জজ আদালতের ভবনে অবস্থিত জৈন্তাপুর আদালতে জামিন নিতে যান আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী। সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তার অনুসারীরা হামলা চালায়।  

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।