ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলী ও গুলশানে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
গাবতলী ও গুলশানে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ গাবতলীতে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গাবতলী ও গুলশানে রাস্তার দু'পাশের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে প্রায় ১শ’ অস্থায়ী দোকান ও অবৈধভাবে স্থাপিত ইট-বালু বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করে প্রায় পাঁচ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।

এছাড়া গুলশান-২ নম্বরে সদ্য চালু করা গণশৌচাগারের পাশে অবৈধভাবে স্থাপিত একটি খাবার দোকান ও প্রায় ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানানো হয় ডিএনসিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।