ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্পেশাল ব্রাঞ্চের প্রধান হলেন শহীদুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
স্পেশাল ব্রাঞ্চের প্রধান হলেন শহীদুল ইসলাম বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)

ঢাকা: বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম।

এসবি'র প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে ঘোষণার পর শহীদুল ইসলামকে এসবি'র দায়িত্ব দেওয়া হলো।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুস সালামকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।