ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩শ’ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
চাঁদপুরে ৩শ’ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৯ শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৭৩ হাজার টাকা বৃত্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এসব শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।