ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৩ বছরের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
৩ বছরের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

সংসদ ভবন থেকে: ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে লোড শেডিং হচ্ছে স্বীকার করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পিক আওয়ারে ঢাকার বাইরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে সমস্যা হচ্ছে। তবে আগামী এক থেকে তিন বছরের মধ্য দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া সম্ভব হবে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

‘প্রতিদিনই মাগরিবের নামাজের সময় বিদ্যুৎ থাকে না’ এর কারণ জানতে চান আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

তার প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, সমস্যাটা হচ্ছে ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে। কারণ সন্ধ্যার পর থেকে পিক আওয়ার শুরু হয়। উনার এলাকায় যে ঘটনা ঘটছে সেটা পিক আওয়ারে। কারণ বিদ্যুৎ চাহিদা কিছুটা ওই সময় বেড়ে যাচ্ছে। ব্যবহারও বাড়ছে।  

** বিদেশে অর্থপাচারের দাবি তথ্যভিত্তিক নয়

‘সিস্টেম যেটা আছে অর্থাৎ সাবস্টেশন ও গ্রিড- আমরা যদি বিদ্যুৎ দেইও তা নিতে পারছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে গ্রিডে সমস্যা আছে। ’
 
তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আমাদের আরও সময় লাগবে। শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আরও সময় লাগবে। সারাদেশে গ্রিডের কাজ চলছে, নতুন লাইনের কাজ হচ্ছে, সাব স্টেশনের কাজ চলছে। ট্রান্সফরমারের কাজ চলছে।
 
‘পল্লী বিদ্যুতের ৯ লাখ ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে গত ৪০ বছরে পরিবর্তন করা হয়েছে মাত্র ১০ শতাংশ। এগুলো সমস্ত পুরানো ট্রান্সফরমার, ওভার লোডের ট্রান্সফরমার পরিবর্তন করতে যাচ্ছি। এসব সংস্কার শেষে এক ও তিনবছরের মধ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। ’
 
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০১৮ সালের ডিসেম্বরের মধ্য সারাদেশে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় চলে আসবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।