ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে ছুরিকাঘাতে শাকিল ইসলাম (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শহীদুল্লাহ কায়সার (এসএসকে) সড়কের জহিরিয়া মসজিদ সংলগ্ন স্থানে  এ ঘটনা ঘটে। নিহত শাকিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী এলাকার হুমায়ুন কবিরের ছেলে এবং ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, শাকিলের পেটের দুই পাশে, বুকে ও হাতে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়।

সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে শাকিলের মৃত্যু হয়।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে শহরের রামপুর এলাকার ইভু নামের এক ছাত্রদল কর্মীর সঙ্গে শাকিলের বিরোধ চলছিলো। তার দলই শাকিলকে হত্যা করেছে বলে তার ধারণা।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএইচডি/বিএসকে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।