ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শুভল সাহা (৬০) নামে একজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। বানারীপাড়া-বরিশাল সড়কের নরোত্তমপুর শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রলি এসে মহীন্দ্রাটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর ট্রলিটি পালিয়ে যায়।

এতে মাহিন্দ্রার চালক ও শুভল সাহা নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুভল সাহাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, ঘাতক ট্রলিটি জব্দ করার জন্য অভিযান চালানো হচ্ছে।

বাংলা‌দেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমএস/বিএসকে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।