ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
খুলনার সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গ্রেফতার স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার প্রধান আসামি রনি

খুলনা: খুলনা মহানগরীর রূপসা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র খলিলুর রহমান সিয়াম হত্যা মামলার প্রধান আসামি রনি ওরফে বড় রনিকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে খুলনায় নিয়ে আসা হয়। এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) রাতে রনিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

রনি টুটপাড়া এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকার হাবিবুর রহমানের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার রাতে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি রনি চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  পরে বৃহস্পতিবার রাতে তাকে খুলনা সদর থানায় নিয়ে আসা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি সিয়াম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

এর আগে, বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় চানমারি মেছের সড়ক এলাকায় এসএসসি পরীক্ষার্থী সিয়ামকে কুপিয়ে জখম করা হয়। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে এলে রাতেই সে মারা যায়। সিয়াম মহানগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।