ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বরিশালে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল: বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত কয়েদি হারুন অর রশিদ (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। হারুন বরিশাল নগরের গোরস্থান রোড এলাকার বাসিন্দা।

গত ১৫ জানুয়ারি (সোমবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হারুনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় হারুনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং তার ছেলে রাকিবুল হাসান রনিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় রনি ও তার ভাই পালাতক রিয়াজুল ইসলাম রেজিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।  

এদিকে, আটক হারুন অর রশিদকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা কুলসুম মনি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হারুন অর রশিদ অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলা‌দেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়া‌রি ২৬, ২০১৮
এমএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।