ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিককে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
টঙ্গীতে গার্মেন্টস শ্রমিককে হত্যা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর সাতাশ দক্ষিণপাড়া এলাকায় আব্দুল হান্নান (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। 

নিহত আব্দুল হান্নান পাবনার ফরিদপুর থানার কৃষ্ণনগর এলাকার মো. তৈয়ব সরদারের ছেলে।  

টঙ্গী থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, টঙ্গীর সাতাশ এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানার কোয়ালিটি পরিদর্শক হিসেব চাকরি করতেন আব্দুল হান্নান।

কারখানা ছুটির পর রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে সাতাশ দক্ষিণপাড়া এলাকায় দুর্বৃত্তরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন।  এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।  

তিনি জানান, খবর পেয়ে মরদেহ থানায় নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।