ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সোনারগাঁয়ে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজের ঢাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে কে বা কারা ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার পর কাইকারটেক এলাকায় ব্রিজের ঢালে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে।

 পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে জানান, অজ্ঞাতপরিচয় ওই কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিশোরীর নাম পরিচয় জানা যায়নি। তার পরনে নীল আকাশী রংয়ের সালোয়ার ও কামিজ ছিল।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।