ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কিশোর আটক প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে হেলাল উদ্দিন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

হেলাল তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। স্থানীয় একটি সেলুনে কাজ করে সে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ।

তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াড যুবলীগের সভাপতি নুরুল আমিন বাংলানিউজকে জানান, বৃস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে এমডি হেলাল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে হেলাল নামের ওই কিশোরকে আটক করে পুলিশ।

অভিযুক্ত হেলাল বলেন, সে ফেসবুক চালাতে জানেন না। তার নিজের ব্যক্তিগত কোনো আইডি নেই। ষড়যন্ত্র করে অন্য কেউ তাকে ফাঁসাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।