ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে পেট্রোল বোমা, চকবাজারে বিস্ফোরক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
মিরপুরে পেট্রোল বোমা, চকবাজারে বিস্ফোরক উদ্ধার

ঢাকা: রাজধানীতে আলাদা অভিযানে মিরপুর থেকে ১৮২টি পেট্রোল বোমা ও পুরান ঢাকার চকবাজার থেকে ৩৫ কেজি বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কাফরুলের ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর মাঠে সুমন নামে একজনকে ১৬০টি পেট্রোল বোমাসহ আটক করা হয়।

রাতে দারুস সালাম এলাকা থেকে রেজাউল করিম নামে আরেকজনকে ২২টি পেট্রোল বোমা ও ১টি দিয়াশলাইসহ আটক করা হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অভিযানে ৩৫ কেজি  বিস্ফোরকদ্রব্যসহ মোস্তাক নামে আরেকজনকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা সরকারবিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনা করছিল।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।