ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ইজিবাইক উল্টে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
নগরকান্দায় ইজিবাইক উল্টে স্কুলছাত্র নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় ইজিবাইক উল্টে কাজী হুসাইন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে লস্করদিয়া ইউনিয়নের ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাজী হুসাইন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামের কাজী নিজামউদ্দিনের ছেলে এবং নগরকান্দা এমএন একাডেমির ৭ম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় ইজিবাইকের আরেক যাত্রী সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী আসমা বেগম (৩০) আহত হয়। তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ইজিবাইকটি উপজেলার তালমা মোড় থেকে নগরকান্দার সদরের দিকে আসার পথে জুঙ্গুরদী পূর্বপাড়া মাদরাসার কাছে পৌঁছালে দুর্ঘটনা কবলিত হয়। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।