ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে বাসচাপায় পথচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বুড়িচংয়ে বাসচাপায় পথচারী নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাসচাপায় সূর্য বানু (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

সূর্য বানু জেলার চান্দিনার বাতাগাছি এলাকার ইউসুফ মিয়ার স্ত্রী এবং খন্দকার ফুড গ্যালালির পরিচ্ছন্নকর্মী।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সূর্য বানু। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ইফতি বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।