ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সিলেটে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ সংঘর্ষ চলাকালে একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। ছবি: আবু বকর

সিলেট: সিলেটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। 

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুলি এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৯০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে পুলিশ।

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরকে সামনে রেখে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় অতিথিদের নাম বলার ক্ষেত্রে জ্যেষ্ঠতা বজায় না রাখার অভিযোগে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে কয়েস ও হাবিব গ্রুপের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-চ-১৪-০০৯৪) ভাঙচুর করা হয়।  

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৯০ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় দুই পুলিশও আহত হয়েছেন। তবে কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।