ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় বিধবাকে গণধর্ষণের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ডেমরায় বিধবাকে গণধর্ষণের অভিযোগ

ঢাকা: রাজধানীর ডেমরায় এক সন্তানের জননী বিধবা নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নিজের বাসায় গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওই নারীর।

তার বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওই বিধবা তার এক সন্তানকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি বাসায় থাকেন।

তিনি একটি টেইলার্সের মালিক।

রাতে তার পরিচিত হেলালসহ চারজন বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে চলে যায়। খবর পেয়ে ওই নারীর নিকটাত্মীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বাংলানিউজকে জানান, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।