ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর এলাকায় ময়লা ফেললে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বিমানবন্দর এলাকায় ময়লা ফেললে জরিমানা বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা/ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যে কোনো ধরনের ময়লা/বর্জ্য নির্ধারিত স্থানে না ফেললে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিমানবন্দরের ভেতরে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেখা যায়।

একই নির্দেশনায় খাবারের পর খালি বোতল, কাপ, প্যাকেট ইত্যাদি ফেরত দিয়ে অথবা দোকানের বিনে ফেলে পাঁচ টাকা ফেরত নিতে বলে হয়েছে।

এছাড়া বিমানবন্দর এলাকায় সিংগারা-সমুচা জাতীয় খাবার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
কেজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।