ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বক্তব্য দেন শাহাদাৎ হোসেন কায়েস, মো. ফরিদ উদ্দিন ও জাহেদ হাসান।

বক্তারা বলেন, সেশনজটসহ নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে চাকরিতে আবেদন করা সম্ভব হয় না। তাই চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ করার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।