ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজলার ঢাকা-মাওয়া মহাসড়কে  কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় সামান্য আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম শফিক (৫০)।

তিনি শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামের বাসিন্দা।

শ্রীনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আমিনুল বাংলানিউজকে জানান, উপজেলার ছনবাড়ি এলাকায় চালক শফিক অটোরিকশা নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটারিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক শফিকের মৃত্যু হয়। তবে অটোরিকশার দুই যাত্রী সামান্য আহত হন। হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।