ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জেএমবি-আনসারুল্লাহর ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
জেএমবি-আনসারুল্লাহর ৪ সদস্য গ্রেফতার র‌্যাবের হাতে গ্রেফতার জেএমবি-আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষস্থানীয় এক নেতা ও আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকার কাকরাইল মোড়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার এজাহারভুক্ত জেএমবির দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করে র‍্যাব-১১।

কামালের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে।

একইদিন রাতে রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার রেজাউর রহমান ওরফে শাওন ওরফে সোহেল ওরফে হাসান (২৭), পাবনার সুজানগর এলাকার মোবারক হোসেন ওরফে মাসুদ (৩৩) ও কুমিল্লার মুরাদনগরের আবু রায়হান চৌধুরী (২৮)।  

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, উগ্রবাদী বই ও জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্নভাবে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।