ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নবজাতকসহ ২জনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
রাজধানীতে নবজাতকসহ ২জনের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে পৃথক এলাকা থেকে নবজাতকসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহগুলো উদ্ধার করার হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতদেহগুলো হলো- দক্ষিণ শাহজানপুর রেলওয়ে কলোনি থেকে ছেলে নবজাতক ও পশ্চিম মালিবাগে রাজউক অফিসার্স কোয়াটার থেকে আজহার মিয়া (৫০) নামে এক নিরাপত্তারক্ষী।

শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) কুমার দাস বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনির সানমুন অটো মোবাইলসের সামনে একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে গেছে।

এদিকে রমনা থানাধীন পশ্চিম মালিবাগ রাজউক অফিসার্স কমপ্লেক্সের ভেতর একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আজহার মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, আজহার ওই রাজউক অফিসার্স কোয়াটারের নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করতেন। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।