ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উপাচার্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
উপাচার্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ইবি উপাচার্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ইবি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর ওপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস শুরু হলে পৃথক পৃথক ব্যানারে প্রতিবাদ র‌্যালি ও মানববন্ধন করে কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইংরেজী বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

প্রতিবাদ র‌্যালি থেকে উপাচার্যের ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় বিভিন্ন প্রতিবাদ সম্মিলিত প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন বাংলাদেশ ছাত্রমৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বলেন, ‘আমাদের অভিভাবকই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তার সন্তানরা কিভাবে নিরাপত্তা পাবেন? তাই এ ঘটনার পেছনে কে মদদ দিচ্ছেন তা খুঁজে বের করে শীঘ্রই শাস্তির আওতায় আনতে হবে। ’

এর কিছুক্ষণপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে কর্মকর্তা সমিতি ও সহায়ক কর্মচারী সমিতি।

এতে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর ওপর হামলার প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন করেছে ইংরেজি বিভাগ।

সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদের সামন থেকে ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলামের নেতৃত্বে র‌্যালি বের হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

র‌্যালি শেষে অনুষদ ভবনের সামনে এসে মানববন্ধন করে ইংরেজী বিভাগ।
 
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. মিয়া রাশেদুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।