ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আসাব উদ্দীন (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে গাড়াবাড়িয়া গ্রামের বাগান পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত আসাব উদ্দীন একই গ্রামের মৃত আতর আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, গাড়াবাড়িয়া গ্রামের নিহত আসাব উদ্দীনের পরিবার ও মৃত মখলেছ মণ্ডলের ছেলে ইকরামুলের পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইকরামুল ও তার অন্য ভাইয়েরা মিলে ধারালো অস্ত্র দিয়ে আসাব উদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহতের ছেলে শরীফ মণ্ডলের দাবি, ১৯৮১ সালে তার দাদা ওই জমি তার বাবা আসাব উদ্দীনের নামে লিখে দিয়ে যান। তার বেশ কিছুদিন পরে অপর পক্ষ ইকরামুল জমিটি তাদের বলে দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা করা হলে আদালত জমিটির উপর ইনজাঙ্কশন জারি করেন। তারপরও ইকরামুলের পরিবারের সদস্যরা জমিটি দখল করার চেষ্টা করে। এরই সূত্র ধরে শনিবার দুপুরে ইকরামুলদের জমির ওপরে যেতে নিষেধ করা হলে তারা ক্ষুদ্ধ হয়ে আসাব উদ্দীনকে কুপিয়ে হত্যা করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।