ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে ৩ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ইসলামপুরে ৩ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গাইবান্দা ইউনিয়নের আহম্মেদপুর স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মেহজাবীন খালেদা বেবী নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি ইসলামপুর জোনাল অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম দুলাল, পল্লীবিদ্যুৎ ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ভজন কুমার বর্মন, আহম্মেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ নেওয়াজ সাজু, আহম্মেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।