ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেশ নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ পরিদর্শনে উপমন্ত্রী

ভোলা: পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এ থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরাও বাদ পড়েনি। এখানাকার মানুষের দাবি ছিল নদী ভাঙন রোধ করা। এ দাবি পূরণে ১৯২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। যার কার্যক্রম এখন চলমান।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় ভোলার মনপুরা সদর ইউনিয়নের রামনেওয়াজ ঘাট এলাকায় নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন,  বিএনপির আমলে লুটপাটের স্বর্গ রাজ্য ছিল বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা।

সেসময়ের পানি সম্পদ মন্ত্রীর বাড়ি ছিল ভোলায়। কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম মনপুরায় নদী ভাঙন রোধে এক টাকার কাজও করেননি। শুধুই করেছেন লুটপাট।

পরে উপমন্ত্রী জ্যাকব নৌ-অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান মিয়া প্রমুখ।

পরে বিকেল ৩ টায় লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।