ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফিল্ড হাসপাতালে ১০ টন চিকিৎসা সামগ্রী পাঠালো মালয়েশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ফিল্ড হাসপাতালে ১০ টন চিকিৎসা সামগ্রী পাঠালো মালয়েশিয়া রোহিঙ্গাদের জন্য ওষুধসহ চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। ছবি: বাংলানিউজ

ঢাকা: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর জন্যে তৃতীয়বারের মতো চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে মালয়েশিয়া। তৃতীয় পর্যায়ে ১০ টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি। 

শনিবার (২৭ জানুয়ারি) সকালে এসব সামগ্রী নিয়ে দ্য রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স এ৪০০ এম সুবাং এয়ারপোর্ট থেকে যাত্রা করে। প্লেনটি প্রথমে চট্টগ্রামে এসে থেমেছে।

সেখান থেকে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।  

ফ্লাইটটি পরিচালনা করেন, আরএমএএফ ২২ স্কোয়াড্রন লেফট্যনেন্ট কর্নেল বাহারাইন মোহাম্মদ।  

তার সঙ্গে রয়েছেন ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যাম্বাসেডর তান শ্রী মাইকেল ইয়োহ এবং আর্মড ফোর্সেস চিফ জেনারেল তান শ্রী রাজা মোহাম্মদ আফান্দি রাজা মোহাম্মদ নূর।  

তারা সবাই কক্সবাজারে মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। এর আগে সকালে ফ্লাইটিকে বিদায় জানাতে মালয়েশিয়ার ওই বিমানবন্দরে আসেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক।  

এ সময় প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি হিসামউদ্দিন হুসেইন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম এবং দেশটির তিন বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।  

মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল গত ৩১ নভেম্বর থেকে স্থাপন করা হয় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। বিভিন্ন শাখার ৫০ জন বিশেষজ্ঞ নিয়ে এই হাসপাতাল চলছে।  

এরই মধ্যে ৫০ থেকে ১০০ শয্যায় হাসপাতালটি উন্নীত করা হয়েছে।  

গত ২১ জানুয়ারির হিসাব অনুযায়ী, এই হাসপাতালে ৩ হাজার ৭৬৮ জন রোগী সেবা নিয়েছেন। শুধু রোহিঙ্গা শরণার্থী নয়, গরীব রোগীরাও এখান থেকে সেবা পাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।