ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জালটাকাসহ আটক ২ ব্যক্তি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বরিশালে জালটাকাসহ আটক ২ ব্যক্তি কারাগারে জাল নোটসহ আটক দুই ব্যক্তি

বরিশাল: বরিশাল নগরের সাগরদি এলাকার একটি আবাসিক হোটেল থেকে জালটাকাসহ আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পর শনিবার (২৭ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাগরদি এলাকার ‘হোটেল মুন’ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠির নলছিটির বাসিন্দা জহির ফকির ও তার সহযোগী ভোলা জেলার বাসিন্দা রফিকুল ইসলাম।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ বাংলানিউহজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরে সাগরদি পুল সংলগ্ন আবাসিক হোটেল মুনের একটি কক্ষে অভিযান চালিয়ে জহির ফকির ও তার সহযোগী রফিকুল ইসলামকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। যার সবগুলোই এক হাজার টাকার জাল নোট বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জানুয়া‌রি ২৮, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।