ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে শিশু হত্যা মামলার প্রধান আসামি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
সিলেটে শিশু হত্যা মামলার প্রধান আসামি আটক হত্যা মামলার আসামি শিশু নাদিমের চাচিকে আটক করেছে র‌্যাব। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের কানাইঘাটে দেড় মাসের শিশু হত্যা মামলার প্রধান আসামি সুমনা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) প্রথম প্রহরে নগরীর কদমতলী বাস টার্মিনালে হানিফ কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। 

গ্রেফতার সুমনা বেগম কানাইঘাট বড় চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী ও নিহত শিশুর চাচি।  

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

র‌্যাব সূত্র জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহম্মেদকে বিষ খাইয়ে হত্যা করা হয়। নিহত শিশুর মা সুমী বেগমের অভিযোগ তার জা সুমানা বেগম কীটনাশক খাইয়ে তার শিশুকে হত্যা করেছেন।  

মুমূর্ষু অবস্থায় শিশু নাদিমকে তার মা ও স্বজনরা কানাইঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

এদিকে ঘটনার পর থেকে অত্মগোপনে ছিলেন সুমনা। আটক নারীকে ওই মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।