ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় নিহত কৃষকের মরদেহ নিয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
চুয়াডাঙ্গায় নিহত কৃষকের মরদেহ নিয়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় নিহত কৃষকের মরদেহ নিয়ে বিক্ষোভ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত আসাব উদ্দীনের (৪৫) মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এলাকাবাসী মরদেহটি নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। মিছিলে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেয়।

 

নিহত আসাব উদ্দীন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাসহ নিহতের স্বজনরা আসাব উদ্দীনের হত্যাকারী ইকরামুলসহ তার লোকজনদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আসাব উদ্দীন। এ ঘটনায় ওইদিন রাতেই সন্দেহভাজন দুই জনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।