ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে পুলিশ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা-ছবি-কাশেম হারুন

ঢাকা: জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে 'স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৮-২০ অব বাংলাদেশ পুলিশ' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কাজ করতে গিয়ে পুলিশ প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

আশা করছি, জনগণের প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হবো। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।

নতুন ঘোষিত তিন বছরের কর্মপরিকল্পনা পুলিশের রোডম্যাপ উল্লেখ করে তিনি বলেন, এই কর্মপরিকল্পনা পুলিশের ভিশন। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাবো।

সভাপতির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর আমরা সফলভাবে জঙ্গিদের মোকাবিলা করেছি। ৩৫-৪০টি সফল জঙ্গিবিরোধী অভিযানে জঙ্গিদের তৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এ সময় অনুষ্ঠানে আগামী তিন বছরের পুলিশের কর্মপরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জনুয়ারি ২৮, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।