ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) ভোরে গাজীপুর জেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা মৃত দবির উদ্দিনের ছেলে সুদারু সুমন, সাঈদ ও মুক্কু।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গাজীপুরে অভিযান চালিয়ে মালেক হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

এদিকে, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে কালেক্টরেট চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার গ্রেফতারকৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বেলাল, নিহতের বড় ভাই আবু মুসা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ সাদী প্রমুখ।

গত বছরের ২৯শে অক্টোবর দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহরের খলিফাপট্টিতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু মুসা বাদী হয়ে ওইদিন রাতে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।