ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় গোয়েন্দা পরিচয়দাতা প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
চান্দিনায় গোয়েন্দা পরিচয়দাতা প্রতারক আটক ওমর ফারুক

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণাকালে ওমর ফারুক (৩৩) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের মহারং সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি ভুয়া পরিচয়পত্র ও নকল পিস্তল।

ওমর ফারুক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাকছিড়া গ্রামের বাদশা মিয়া মিস্ত্রির ছেলে। কিন্তু তিনি নিজেকে একটি বাহিনীর গোয়েন্দা অফিসার মুজিবুর রহমান পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার বাংলানিউজকে জানান, ওমর ফারুক চান্দিনা মহারং এলাকায় বাসা ভাড়া নিয়ে নিজেকে গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণাসহ অসামাজিক অপকর্ম চালিয়ে আসছিলেন। তাকে ধরার পর থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।