ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪৮০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
চাঁদপুরে ৪৮০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুরের মেঘনার মোহনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪৮০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সিঞ্চন আহমেদ বাংলানিউজকে বলেন, শনিবার (২৭ জানুয়ারি) রাত থেকে ভোর পর্যন্ত মেঘনা মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড টহল সদস্যরা।

এ সময় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমপি তাসরিফ-৩ নামক যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ১৬ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।