ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
নেত্রকোনায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনায় পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ একাধিক মামলার চার আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা জেলা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আজিবর রহমান (৪২), মো. খলিলুর রহমান (৩২), মো. আশরাফুল (২২) ও মো. জাকারিয়া হাসান প্রান্ত (২৬)।

নাজমুল হাসান জানান, জেলা শহরের সাতপাই থেকে ৫০ পিস ইয়াবাসহ জাকারিয়াকে ও কেন্দুয়া উপজেলার আদমপুর এলাকা থেকে ২২০ পিস ইয়াবাসহ আজিবর, খলিলুর ও আশরাফুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক বিক্রেতাদের নামে আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।