ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সন্তানকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
সন্তানকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মায়ের মৃত্যু

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় তিন মাসের সন্তানকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মা সালমা খাতুনের (২০) মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সালমা উপজেলার বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি (রোববার) সকালে সালমা সন্তানকে কোলে নিয়ে শীত নিবারনের জন্য আগুন পোহাচ্ছিলেন। একপর্যায়ে শিশুটি আগুনে পড়ে যেতে গেলে সন্তানকে বাঁচাতে গিয়ে সালমা নিজেই আগুনের ওপর পড়ে অগ্নিদগ্ধ হন।

এ অবস্থায় সালমাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে সালমা খাতুনের মৃত্যু হয়।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন লালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।