ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
নেত্রকোনায় শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়

সংসদ ভবন থেকে: উচ্চ শিক্ষার বিকাশে নেত্রকোনা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল’-২০১৮ পাস করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে চলা অধিবেশনে বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

যদিও বিলটি জনমত যাচাই-বাছাই করার প্রস্তাব দিয়ে তাদের প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, নুরুল ইসলাম মিলন, রওশন আরা মান্নান প্রমুখ।

তাদের সেই প্রস্তব গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিলটি সংসদীয় কমিটিতে যাচাই-বাছাই করা হয়েছে। নতুন করে যাচাই করার প্রয়োজনীয়তা নেই। দেশে প্রায় ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই আলোকেই বিশ্ববিদ্যালয়টি হবে। কাজেই নতুন করে কোনো প্রস্তাব গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই।

বিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গঠন এবং কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ গঠন এবং এর দায়িত্ব-কর্তব্য, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভাগ গঠন, বিশ্ববিদ্যালয় তহবিল, অর্থ কমিটি গঠন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম, ভর্তি, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, চাকরির শর্তাবলী, সংবিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট বিষয় বিলে উল্লেখ রয়েছে।

ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ১২ সদস্যের একাডেমিক কাউন্সিল গঠন করার কথা বিলে উল্লেখ রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, আধুনিক জ্ঞান চর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের নিমিত্তে প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে শিক্ষামন্ত্রণালয় হতে নেত্রকোনা জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসএম/এসএইচ

** 
তদন্ত করে ভুয়া সমিতির বিরুদ্ধে ব্যবস্থা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।