ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যের বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) পটুয়াখালী পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ও ট্যাগ কর্মকর্তা বাউফল উপজেলা সাবেক নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।

দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম বাংলানিউজকে জানান, গ্রেফতারের আগে তাদের বিরুদ্ধে বাউফল থানায় দুদকের উপ-সহকারী মানিক লাল দাস মামলা করেন।

২০১৬ সালে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ৬ হাজার ৯৯০ কেজি চাল বিতরণে তালিকায় জালিয়াতির আশ্রয় নিয়ে ২৩৩ জন সচ্ছল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেন গ্রেফতাররা। যাদের মধ্যে চাকরিজীবী, ব্যবসায়ী ও আত্মীয়স্বজন রয়েছেন।  

তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে করা মামলার তদন্তের পর গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেফতার ইউপি চেয়ারম্যান ও ট্যাগ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৮, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।