ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দূষিত পানি বাজারজাত করার দায়ে ৫ জনের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
দূষিত পানি বাজারজাত করার দায়ে ৫ জনের জেল-জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দূষিত পানি বাজারজাত করার দায়ে তিনজনকে ২ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দুইজনকে ৩ মাসের কারাদণ্ডসহ ৪ হাজার ৬০০ পানির জার ধ্বংস করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম জানান, মোহাম্মদপুরের বসিলা এলাকায় রিলেবল ড্রিংকিং ওয়াটার, সাফিয়া ড্রিংকিং ওয়াটার, স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার ও অন্তর ড্রিংকিং ওয়াটার কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, লাইসেন্স ছাড়া এবং লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠানগুলো ওয়াসার লাইনের পানি পরিশোধন ছাড়াই বাজারজাত করে আসছে।

এসব অভিযোগে ২০ লিটারের ৪ হাজার ৬০০টি জার ধ্বংস করা হয়। সাফিয়া ড্রিংকিং ওয়াটারের মালিক কাজি শাহজাহান এবং ব্যবস্থাপক নাছির উদ্দিনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। রিলেবল ড্রিংকিং ওয়াটারের কর্মচারী বিল্লাল (২০) ও শাওন (১৯) প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, আরেক কর্মচারী রাজিব সরকারকে ৫০০ টাকা জরিমানাসহ চারটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।