ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
নাটোরে ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক ছবি:প্রতীকী

নাটোর: নাটোরে ১০০ বোতল ফেনসিডিল ও বহনকারী একটি মিনি ট্রাকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৮ জানুয়ারী) দিনগত রাত ৯ টার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মোঃ গোলাপ আলীর ছেলে ট্রাক চালক টুটুল আলী (৩২) ও জয়পুর গ্রামের আজাম্মেল হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৮)।

নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (পরিদর্শক) মোঃ আলমঙ্গীর পাশা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আজ রাতে একটি মিনি ট্রাকে করে টুটুল ও ফারুক নামে দুই জন মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

এমন খবরের ভিত্তিতে রাত ৯ টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ওই ট্রাকটি তল্লাশি করে তাদের আটক করা হয়।

এ সময় ট্রাক চালকের সীটের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই ঘটনায় ট্রাকটি জব্দসহ তাদের নামে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।