ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজপথসহ অন্ধকারাচ্ছন্ন ৯টি ওয়ার্ডের অলিগলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
রাজপথসহ অন্ধকারাচ্ছন্ন ৯টি ওয়ার্ডের অলিগলি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: সড়ক বাতি না থাকায় রাজপথসহ নেত্রকোনা পৌর শহরের ৯ টি ওয়ার্ডের প্রতিটি অলিগলি রয়েছে অন্ধকারাচ্ছন্ন।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকেই পৌর শহরের কোথাও কোনো সড়কেই জ্বালানো হয়নি সড়ক বাতি।

এতে করে সড়কে চলাচলকারী মানুষ ও কর্মজীবীদের কাজে ব্যাঘাত ঘটেছে।

সন্ধ্যার পর থেকেই শহরজুড়ে নেমে আসে ভূতুরে অন্ধকার। রাস্তাঘাট খালি হয়ে যাওয়ার কারণে নেমে আসে শুনশান নীরবতা। এরই সাথে বাসাবাড়ি ও নিজেদের ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে নিরাপত্তাহীনতায় পড়েছেন নগরবাসী।

নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেছেন। এ জন্যই সড়ক বাতিগুলো জ্বালানো হয়নি।

এতে করে জনগণ নিরাপত্তাহীনতায় পড়েছেন স্বীকার করে তিনি আরো জানান, আগামীকাল থেকে তিনি কর্মচারীদের সাথে কথা বলে অন্তত সড়ক বাতি জ্বালানোর ব্যবস্থা করবেন।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।