ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
লক্ষ্মীপুরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে ফুলশার্ট ও প্যান্ট রয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।  

জানা গেছে, জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে জাল ফেলেন জেলেরা।

এসময় জেলেদের জালে মরদেহ উঠে আসে। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।