ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিটিসিএল’র সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বিটিসিএল’র সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ দাবি

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড’র (বিটিসিএল) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১২০ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থীরা।

সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধন থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল তার নিজস্ব ক্ষমতাবলে দুই বছর আগে জুনিয়র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করে।

এই দু’টি পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জন প্রার্থীদের পরবর্তীতে মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। কিন্তু বিভিন্ন টালবাহানা করে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি।

তারা আরো বলেন, এই চাকরির নিয়োগপত্র পাওয়ার অপেক্ষা করতে এরইমধ্যে অনেক প্রার্থীর সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। এর ফলে প্রর্থীদের পরিবার-পরিজনরা শঙ্কিত হয়ে পড়েছেন। দ্রুত এ নিয়োগ সম্পূর্ণ না করলে অনেক প্রার্থীর জীবন যেমন শেষ হয়ে যাবে, তেমনি তাদের পরিবারও ধ্বংসের দিকে এগোবে।

এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে বলেন, আমাদের নিয়োগ অতিদ্রুত পাওয়ার ব্যবস্থা করে দিন। বেকারত্বের এ হতাশা থেকে মুক্তির ব্যবস্থা করুন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯,২০১৮
এমএসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।