ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে অপহৃত দুই বোন সাতদিন পর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
দিনাজপুরে অপহৃত দুই বোন সাতদিন পর উদ্ধার

দিনাজপুর: দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকা থেকে অপহৃত কাকলী (১২) ও আমেনা (৪) নামের দুই বোনকে সাতদিন পর ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার সময় তাদের উদ্ধার করা হয়। গত ২২ জানুয়ারি (সোমবার) সকাল থেকে তারা নিখোঁজ ছিলো।

উদ্ধারকৃত দুই বোন পুলহাট কসবা এলাকার কামরুল হাসানের মেয়ে।  

দিনাজপুর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধারকৃতদের দিনাজপুর কোতয়ালী থানা পুলিশে হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।