ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৮০৯টি পুকুর সরকারি খননের উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
৮০৯টি পুকুর সরকারি খননের উদ্যোগ

সংসদ ভবন থেকে: সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিকহারে নির্ভশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর তিন মিটার থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার দেশের বিভিন্ন জেলায় ৮০৯টি সরকারি পুকুর খননের উদ্যোগ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 

সোমবার (২৯ জানুয়ারি) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।  
 
মন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানি নিয়ে বিপদের মধ্যেই আছি।

৮০৯টি পুকুর খনন করতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই প্রকল্প বাড়িয়ে প্রতিটি জেলায় পুকুর খনন করার চিন্তা-ভাবনা রয়েছে।
 
আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য কবি কাজী রোজীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাতিরঝিলে দিন দিন দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলেছে। তাই ওই এলাকায় আরও কিছু  সংখ্যক পাবলিক টয়লেট করা হবে, বিশেষ করে নারীদের জন্য।
 
সাবিনা আক্তার তুহিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনে ছোট ছোট টেন্ডার গ্রহণযোগ্য প্রস্তাব। ২০, ২৫, ৫০ কোটি টাকার প্রজেক্ট গ্রহণযোগ্য নয়। ছোট ছোট প্রকল্প নিয়ে ঠিকাদারদের সক্ষমতা যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আগামীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ছোট ছোট প্রকল্পে কাজ করার ব্যাপারে করপোরেশনকে নির্দেশ দেবো।
 
দুই সিটিতে ২৩০ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স বকেয়া
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।