ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয়করণের আশ্বাসে ঘরে ফিরলেন শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জাতীয়করণের আশ্বাসে ঘরে ফিরলেন শিক্ষকরা

ঢাকা: জাতীয়করণের আশ্বাসে ১৪ দিনের অনশন ভেঙে ঘরে ফিরলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরের এমপিওভুক্ত শিক্ষকরা।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ভারপ্রাপ্ত শিক্ষাসচিব মহিউদ্দিন ও কারিগরি সচিব মো. আলমগীর জাতীয়করণের আশ্বাসে শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি থেকে সরে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনকারী সংগঠন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যুগ্ম মহাসচিব রেহান উদ্দিন।

রেহান উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মহিউদ্দিন ও কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর আমাদের অনশনস্থলে এসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করেন। তারা বলেছেন আমাদের দাবি বৈশাখী ভাতা, ইনক্রিমেন্টসহ অন্যান্য ভাতা প্রধানমন্ত্রী দ্রুতই বাস্তবায়ন করবেন। এছাড়া জাতীয়করণের প্রক্রিয়া এবছরের বাজেটের মাধ্যমে শুরু করা হবে।

এর আগে শিক্ষকরা গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরে গত ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। টানা অনশন করায় এ পর্যন্ত ১৬৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন সমন্বয়ে গঠিত ৬টি বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন।

এর আগে ৩১ ডিসেম্বর থেকে টানা ৬ দিন আমরণ অনশন চলাকালে প্রধানমন্ত্রী নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দিলে শিক্ষকরা অনশন প্রত্যাহার করেন। এরপর ৯ জানুয়ারি থেকে টানা ৮ দিন আমরণ অনশন শেষে ইবতেদায়ি মাদ্রাসাকে শিক্ষামন্ত্রী জাতীয়করণের প্রক্রিয়ার আশ্বাস দিলে তারাও অনশন প্রত্যাহার করে ফিরে যান।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯,২০১৮
এমএসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।