ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এটুআই’র সঙ্গে সিটিও ফোরামের সমঝোতা স্মারক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এটুআই’র সঙ্গে সিটিও ফোরামের সমঝোতা স্মারক এটুআই’র সঙ্গে সিটিও ফোরামের সমঝোতা স্মারক সই

ঢাকা: জাতীয় পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি প্রসারে উদ্ভাবন, ই-সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ে ফ্রেমওয়ার্ক ও আর্কিটেকচার তৈরি ও কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সিটিও ফোরাম বাংলাদেশ।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং সিটিও ফোরাম বাংলাদেশ এর সভাপতি তপন কান্তি সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, আইটি ম্যানেজার মোহাম্মদ আরফে এলাহীসহ এটুআই ও সিটিও ফোরামের কর্মকর্তারা।

এ সমঝোতা স্মারকের আওতায় এটুআই প্রোগ্রাম এবং সিটিও ফোরাম বাংলাদেশ যৌথভাবে নতুন প্রযুক্তির উদ্ভাবন, সাস্টেইনেবল ই-সার্ভিস ফ্রেমওয়ার্ক, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।