ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মদসহ দুই ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
রাজশাহীতে মদসহ দুই ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীর মতিহারের শ্যামপুর এলাকা থেকে নয় বোতল বিদেশি মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন- শ্যামপুর এলাকার মনু শেখের ছেলে মিঠু শেখ (৩০) ও রুহুল আমিনের ছেলে শাহিন আলী (২৫)।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

রাতে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার পরে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।