ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে দুই ডাকাত গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
কদমতলীতে দুই ডাকাত গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর কদমতলীর ওয়াসা বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের গুলিতে দুই ডাকাত আহত হয়েছেন। একইসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ডাকাতরা হলেন- জালাল (৪৭) ও শামিম (২৭)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

তিনি জানান, সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় সাতজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ডাকাত দলকে ধরতে ঘটনাস্থল ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পরে পুলিশও শর্টগান পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেলসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায়  দু’ডাকাতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধদের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দুই পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।